Michael Vidyasagar Sangbad (মাইকেল বিদ্যাসাগর সংবাদ) | Anupam Roy | Anirban Bhattacharya বাংলা লিরিক্স
মাইকেল বিদ্যাসাগর সংবাদ লিরিক্স :
১। মাইকেলঃ সুদূর বিদেশে পড়ে আছি আমি, জীবন কি তবে ব্যর্থ বিদ্যাসাগর বাঁচাও আমাকে পাঠাও আমাকে অর্থ তুমি বলেছিলে আমার লেখাতে পেয়েছিলে “গ্রেট মেরিট” অমিত্রাক্ষরে ভালোবাসা নিয়, সহ্য হয় না দেরী।
২। বিদ্যাসাগরঃ
কথা দিয়ে ওরা কথা রাখবে না মানুষেরই অভ্যাসে,
বন্ধু তোমাকে বলেছি যখন, থাকব তোমার পাশে
এই নাও কিছু হাজার পাঠাই, আর-ও প্রয়জনে জানাও
পড়া শেষ করে ব্যারিস্টারি, নতুন কাব্য শোনাও।
।। কোরাস ।।
ওরা দুজনে ছিল বন্ধু
৩। মাইকেলঃ
ধন্যবাদের ভাষা খুঁজি আমি নিজের মাতৃভাষায়
দেশে ফিরে আমি এলাম বন্ধু তোমাদের ভালোবাসায়
অভাব আমার স্বভাবে যে ভিড, হোটেল নিয়েছি ভাড়া
আয় ভালো তবে ব্যয় আরও বেশি, আমি আবার সর্বহারা।
৪। বিদ্যাসাগরঃ
তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা কজনার বলো আছে?
ধার দেনা শুধু বাড়তেই থাকে আর ভালো লাগে না যে
আমার বাক্যে নির্ভর করে সাহায্য করে কেবল
তাদেরকে যেন ঠকাতে না হয়, আমার কথাও ভেব।
।। কোরাস ।।
ওরা দুজনে ছিল বন্ধু
৫। মাইকেলঃ
করুণাসিন্ধু ভাগ্য আমার তোমাকে চিনেছি আমি
স্নেহমমতায় ভরা যে তোমার মনটা সবচেয়ে দামী
বন্ধু আমার আমাকে দিয়েছ কত না সুখের দিন
সব বেচে দিয়ে শোধ করে যাব, আমার যা আছে ঋণ।
_________________________________________________________________
Credits :
Lyrics & Music – Anupam Roy
Vocals – Anirban Bhattacharya and Anupam Roy
Arranged and programmed by Shamik Chakravarty
Guitar by Rishabh Ray
Bass by Kaustav Biswas
Flute by Sushanta Nandi
Vocals recorded by Samrat @Ananjan Studio
Guitar recorded by Probar @Sonic Solution
Mixed and Mastered by Shomi Chatterjee
Comments
Post a Comment